
যায়যায়কাল প্রতিবেদক: চট্টগ্রামে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় মানবাধিকার ইউনিটি চট্টগ্রাম বিভাগীয় শাখার আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ ডিসেম্বর) চট্টগ্রাম বিভাগীয় জাতীয় মানবাধিকার ইউনিটির আয়োজনে ওই বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক উপ-অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর। প্রধান বক্তা ছিলেন, আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী।
এসময় আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. মুজিবুর রহমান পাটোয়ারী, পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোজাম্মেল হক, আমাদের নতুন সময়ের সাংবাদিক সজল চৌধুরী। জাতীয় মানবাধিকার ইউনিটি চট্টগ্রাম বিভাগীয় শাখার সভাপতি মো. লোকমান চৌধুরী, জাতীয় মানবাধিকার ইউনিটি চট্টগ্রাম জেলা আঞ্চলিক শাখা সাধারণ সম্পাদক মো. এসকান্দর মির্জা। জাতীয় মানবাধিকার ইউনিটি চট্টগ্রাম মহানগর শাখার সহ-সম্পাদক শেখ মোহাম্মদ জনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জাতীয় মানবাধিকার ইউনিটি চট্টগ্রাম বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম উদ্দিন।












