
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান রিফাতুল হক ঐতিহ্যবাহী নবীনগর মহিলা ডিগ্রী কলেজ পরিচালনা পরিষদের বিদ্যোৎসাহী সদস্য হয়েছেন।
শনিবার (১০ ডিসেম্বর) নবীনগর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এর কার্যালয়ে গভর্নিং বডির সভা অনুষ্ঠিত হয়। এতে নবনির্বাচিত বিদ্যোৎসাহী শিক্ষার প্রসারের পৃষ্ঠপোষকতা সদস্য রিফাতুল হককে ফুল দিয়ে বরণ করেন পরিচালনা পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুজিত কুমার দেব ও কলেজের অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য্য এবং দাতা সদস্য সুবীর রঞ্জন সাহা, শিক্ষক প্রতিনিধি জেষ্ঠ প্রভাষক জাকির হোসেন প্রমুখ।












