
লক্ষ্মীপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা ছিল বাংলদেশকে ডিজিটাল রাষ্ট্রে পরিণত করবেন। আজ দেশ ডিজিটালে পরিণত হয়েছে। এরমধ্যে ডিজিটাল বাংলাদেশের একটি সাফল্য ঢাকা পোস্ট। এটি অনলাইন প্লাটফর্মকে অনেকটা পাকাপোক্ত করেছে। গত ১০ বছরে মিডিয়ার যে প্রসার ঘটেছে তা সরকারের পরিকল্পিত ডিজিটাল বাংলাদেশের একটি মাইলফলক। এখন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখা শুরু হয়েছে। এতেও ঢাকা পোস্ট অগ্রণী ভূমিকা রাখবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সারথি হবে ঢাকা পোস্ট।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে আয়োজিত ঢাকা পোস্টের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। দুই বছর পেরিয়ে ৩ বছরে পদার্পন উপলক্ষে ঢাকা পোস্টের সফলতা কামনা করেছেন বক্তারা।
লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান।
এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন, জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক নজরুল ইসলাম ভুলু, লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি কাজল কায়েস।
এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস নয়ন, সাংবাদিক এবিএম নিজাম উদ্দিন, এস এম বাবর, মীর ফরহাদ হোসেন সুমন, জাহাঙ্গীর হোসেন লিটন, আনিস কবির, মামুনুর রশিদ, শাকের মোহাম্মদ রাসেল, জহিরুল ইসলাম শিবলু, নিজাম উদ্দিন, রাকিব হোসেন রনি, পলাশ সাহা, সোহেল রানা, সুমন দাস, রুবেল হোসেন, কিশোর কুমার দত্ত,আবদুল মালেক নিরর, নুর মোহাম্মদ, আব্দুল মজিদ শফিক, রাজীব হোসেন রাজু, সাফায়েত সাকিব, ফয়সাল কবির,মাহমুদুর রহমান মঞ্জু,এমরান হোসেন ও ফয়সাল মাহমুদ,ব্যবসায়ী জাকির হোসেন প্রমুখ।