সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

মেহেরপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৪

জাহিদ মাহমুদ, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৪ জন আহত হয়েছে।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৬ টার দিকে উপজেলা ছাতিয়ান গ্রামের ব্রিকফিল্ড পাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলো,ছাতিয়ান গ্রামের ব্রিকফিল্ড পাড়ার মৃত পারো মালিথার ছেলে ইয়াজ উদ্দীন(৬০),তার স্ত্রী ময়না খাতুন(৫৫), তার মেয়ে জোসন খাতুন(২৭) ও আবুল কাশের স্ত্রী রঙ্গীলা খাতুন(৬৫)।

আহত ইয়াজ উদ্দিন জানান, ১৯৯৮ মৃত আজিমার উদ্দিনের ছেলে জহিরুদ্দিনের কাছ থেকে ৪ শতক জমির মধ্যে,আমরা ৩ শতক জমি ক্রয় করি ও আমার নিকট আত্মীয় মিনারুল ইসলামরা ১ শতক জমি ক্রয় করে। কয়েক বছর ধরে আমার ওই জমির গাছ-গাছালি তারা কেটে নিচ্ছিল এজন্য আমি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলাম। এখানে আমি কোন বিচার না পেয়ে আবার স্থানীয় কুমারীডাঙ্গা ক্যাম্পে একটি অভিযোগ দায়ের করলে, শনিবার(১৮ ফেব্রুয়ারি) বিকেলে উভয় পক্ষের লোকজন নিয়ে বসে মীমাংসা চেষ্টা করি কিন্তু তাতেও ব্যর্থ হই। রবিবার সকালে আমার জমির উপরে তারা ৫ তলা বাড়ি ফাউন্ডেশন নির্মাণের জন্য কাজ শুরু করে, এতে আমরা নিষেধ করলে, আমাদের উপর ক্ষিপ্ত হয়ে একই এলাকার দিদার বাক্সের ছেলে আনারুল(৬৫),আনারুলের স্ত্রী সফেনা(৫৫),তার ছেলে মিনারুল(৪০) মিনারুলের ছেলে সজল(২২) ও তার মেয়ে প্রেমা(১৮),তালেপের মেয়ে ছুম্মা(৩৫)।

মিনারুল পরিবারের লোকজন পলাতক থাকা,তার মুঠোফোনে একাধিকবার ফোন দিয়েও ফোন রিসিভ না করাই তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

মটমুড়া ইউনিয়ানের ৮নং এর ইউপি মেম্বার হাফিজুর জানান, জমি জায়গার সংক্রান্ত জেরে সকালে মারামারি হয়েছে শুনেছি। ইয়াজ উদ্দিন অসচ্ছল ব্যক্তি হওয়ায় তার উপর প্রায় এভাবে হামলা চালায় মিনারুলের লোকজন। যেন এই অসহায়টি আইনের সেবা পায় সেই আশা ব্যক্ত করেন তিনি।

গাংনী থানার ডিউটি অফিসার আবুল কালাম আজাদ জানান, এখন পর্যন্ত এ বিষয়ে আমাদের কাছে কোন তথ্য নেই।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ