শাহ ইমরান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার চোর চক্রের ৩ জন মূলহোতাসহ ৯ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় বিভিন্ন এলাকা হতে চুরি হওয়া ৫টি ব্যাটারি চালিত অটোরিক্সা/টমটম উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান , বিপিএম। এ সময় কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়াসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গ্রেফতার হওয়া চোর চক্রের সদস্যরা হলেন , মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ উপজেলার বেহুতা গ্রামের মো: আনজু আলীর ছেলে মো: সাইদুর ওরফে সহিদুল ইসলাম (৩০) (বর্তমানে কুমিল্লা মহানগরীর শাকতলা এলাকার বাসিন্দা), কুমিল্লার সদর দক্ষিণের শাকতলা দক্ষিণ পাড়া এলাকার ভাড়াটিয়া মো: রুবেল(২৮), কুমিল্লার চান্দিনা উপজেলার অম্বরপুর গ্রামের আ: রউফের ছেলে মো: শরীফ (৩২), লালমাই থানার বেলঘর ইউনিয়নের সোন্ডা গ্রামের মো: সাইদুল হকের ছেলে শাহ ইমরান ওরফে শাহীন (৩৪), চান্দিনার মহিচাইল এলাকার ছারু মিয়ার ছেলে মো: রুবেল (২৫), চান্দিনার মহিচাইলের সাকোচ গ্রামের আবু তাহেরের ছেলে ছাদেক হোসেন (৩৭), চাদঁপুর জেলার কচুয়া উপজেলার কুটিয়া লক্ষীপুরের এবাদ উল্লাহর ছেলে মো: মানিক হোসেন (২৭), কুমিল্লার চান্দিনার ইলিয়টগন্জের মৃত. আরব আলীর ছেলে মো: লিটন (৩২) ও মুরাদনগর উপজেলার দারেরা লক্ষীপুর গ্রামের (বর্তমানে নগরীর শাকতলা একার ভাড়াটিয়া) মৃত. গাছ বেপারী কাশেমের ছেলে দেলোয়ার হোসেন (৩০) ।
সংবাদ সম্মেলনে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান বলেন, কোটবাড়ির চাঙ্গিণী এলাকার ফজলুর রহমানের ব্যাটারি চালিত অটোরিকসাটি অজ্ঞাতনামা চোরেরা নিয়ে যায়। এ ঘটনায় সদর দক্ষিণ থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়। উক্ত মামলার সূত্র ধরে ডিবি পুলিশ এ অভিযান পরিচালনা করে। এ চোর চক্রের মূলহোতা ৩ জন সহ চোর চক্রের ৯ সদস্য সহ ৫টি অটোরিক্সা উদ্ধার হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রাজেশ বড়ুয়া পিপিএম, জেলা গোয়েন্দা শাখার ইন্সপেক্টর শাহেদ পারভেজ সহ প্রমুখ।