
আবু শামা , কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগর তিন নেতার উপর প্রকাশ্য মারধরের ঘটনায় হামলাকারীদর গ্রেফতার, অছাত্র এবং বহিরাগতদর বিশ্ববিদ্যালয় প্রবেশে নিষেধাজ্ঞা, আহত শিক্ষার্থী এনায়ত উল্লাহ এবং মা: সালমান চৌধুরীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, সার্বক্ষণিক নিরাপত্তা প্রদান পূর্বক নিরাপদ ক্যাম্পাস সুনিশ্চিত, এবং হামলায় ইন্ধনদাতা হিসব বিশ্ববিদ্যায়র প্রক্টর কাজী ওমর সিদ্দিকীর অপসারণর দাবীত সংবাদ সম্মেলন করছে ভুক্তভাগী নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা। বহস্পতিবার ০৯ মার্চ বিকাল সাড় তিনটায় বিশ্ববিদ্যালয়র মূল ফটকর সামন বিশ্বদ্যিালয়র বিভিন বিভাগর সাধার শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগর নেতাকর্মীদের উপস্থিতে সংবাদ সম্মলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা দাবী জানিয়ে বলন, আপনারা সবাই দেখেছন কিভাব দিন দুপুরে বহিরাগত এবং যুবদলর নেতাকে দিয়ে বিশ্ববিদ্যালয়র সাধারণ শিক্ষর্থীদর মারধর করা হয়ছ। বিশ্ববিদ্যালয়ে অর্ভন্তরে বহিরাগত এবং অছাত্রদর অস্ত্রসহ প্রবেশের পরও বিশ্ববিদ্যালয়র প্রক্টরের ভমিকা নিয়ে প্রশ্ন তুলেন নেতাকর্মীর । নিয়মিত ঘটতে থাকা এসকল ঘটনায় দাষীদর বিষয় কান ব্যবস্থা না নিয়ে উল্টা শিক্ষার্থীদের বহিষ্কার করে প্রশাসন সাধারণ শিক্ষার্থীদর বিরুদ্ধ অবস্থান নিয়েছে।
সংবাদ সম্মলন থেকে শিক্ষার্থীরা দাবী আদায় না হওয়া পর্যত নিয়মিত কর্মসূচি ঘােষণা করন। এরমধ্যে বহস্পতিবার সন্ধ্যায় ঘটনার বিচারের দাবিতে প্রতিকী প্রতিবাদ মিছিল, আগামী ১২ মার্চ ২০২৩ বিশ্ববিদ্যালয় অছাত্র এবং বহিরাগত স্ত্রাসী মুক্ত ক্যাম্পাসর দাবিত এবং অন্য সকল দাবী পূরণর নিমিত্ত্ব মানববন্ধন এবং উপাচাযর্ক স্মারকলিপি প্রদান, আগামী ১৩ মার্চ সােমবার বিক্ষাভ মিছিল এবং বিশ্ববিদ্যালয়র স্বার্থ উল্লখিত দাবী আদায় পর্যÍ নিয়মিত কর্মসূচী থাকব।
এর আগে, ৮ মার্চ দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় সংলগ বিসমিল্লাহ কনফেকশনারীর সামনে বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সাল শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক রজা-ই-এলাহী সমর্থিত স্থানীয় যুবদল নেতা রনি হত্যা মামলার আত্মস্বীকত আসামী বিপ্লব চন্দ্র দাস, সাবেক শিক্ষার্থী ইকবালসহ ১২-১৫ জনর হামলায় গুরুতর আহত হন শহীদ ধীরেদ্রনাথ দত্ত হলর সাধারণ সম্পাদক এনায়ত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সালমান হৃদয়, বিজ্ঞান অনুষদ ছাত্রলীগর সহ-সভাপতি সাইদুল ইসলাম রাহান।
শিক্ষার্থীদর দাবীর বিষয় বিশ্ববিদ্যালয়র উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন জানান, আমার কাছে অভিযােগ আসলে আমি এই বিষয় ব্যাবস্থা নিব। কোন ছাত্র যদি অপকর্ম করে তাদর বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করা হব। আর হামলাকারীদর গ্রেপ্তারর বিষয় আমরা পুলিশ প্রশাসনক জানিয়েছি তারা ব্যবস্থ গ্রহণ করবে।
তবে এবিষয় কুমিল্লা জলা পুলিশ সুপার আব্দুল মানান জানান, আমি গতকাল রাতর মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছিলাম, চেষ্টা অব্যাহত আছ। অতি শীগ্রই হয়ে যাবে।