শনিবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জিয়াউল হক (খোকন), নিজেস্ব প্রতিবেদক: কুষ্টিয়া ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার ১৪ মার্চ ২০২৩  বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে কুষ্টিয়া ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক হেলাল উজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।

এ সময় বক্তব্য রাখেন অধ্যক্ষ আফসার উদ্দিন ফাজিল মাদ্রাসা ড. হাফেজ আব্দুল করিম , বড়বাজার ব্যবসায়ী সমিতির  সভাপতি মোকাররম হোসেন,  রশিদ এগ্রো ফুডের চেয়ারম্যান আব্দুর রশিদ সহ আরো অনেকে। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা ও বিভিন্ন মসজিদের ইমাম সাহেবরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি বক্তব্যে বলেন যাকাত ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি বিধান। যাকাত একটি ইবাদত এটি গরিবের হক। যারা সমাজের বিত্তবানরা আছে তাদেরকে বলব যাকাত দিয়ে মানুষের পাশে দাঁড়ান। সামনে পবিত্র রমজান মাস আসছে রমজান উপলক্ষে অনেক ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে থাকে অধিক মুনাফা আদায়ের লক্ষ্যে এ সম্পর্কে আপনারা আপনাদের মসজিদে জুম্মার খুতবায় ইসলামে কি বলে এর তাৎপর্য সম্পর্কে বয়ান করবেন। যাতে মানুষ সুন্দরভাবে পবিত্র রমজান মাসের রোজা রাখতে পারে, সেই সাথে দুশ্চিন্তা মুক্ত জীবন যাপন করতে পারে। কুষ্টিয়া ইসলামী ফাউন্ডেশনের হিসাব সহকারি আবু আইয়ুব আনসারী অনুষ্ঠানের সঞ্চালনা করেন। 

কুষ্টিয়া কুয়াতুল  ইসলাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা তারিকুল ইসলামের মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *