
আলমগীর হোসেন হিরু (চাটখিল ও সোনাইমুড়ী) প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান তহবিল থেকে নোয়াখালী -১ ( চাটখিল ও সোনাইমুড়ী) আসনের দলীয় নির্যাতিত ও অসুস্থ ১৫ নেতাকর্মীর মাঝে ৭লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকালে এইসব চেক চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নে প্রধানমন্ত্রীর বক্তিগত সহকারী আলহাজ্ব জাহাঙ্গীর আলম বিতরণ করেন। এইসময় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আহসান হাবীব সমীর, খিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, সোনাইমুড়ী উপজেলার মহিলা আওয়ামীলীগের সভানেত্রী লুবনা মরিয়ম সুবর্ণা।
চেক বিতরণ অনুষ্ঠানে জাহাঙ্গীর আলম, আওয়ামীলীগ দলীয় নেতাকর্মীদের সুখে দুখে সবসময় পাশে থাকে। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রী বিএনপি’র শাসনামলে নির্যাতিত অসুস্থ ও অসহায় দলীয় নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহবান জানান।