ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা ও পৌর যুবলীগের যৌথ ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ এপ্রিল) দুপুরে বঙ্গবন্ধু স্কয়ারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদে স্থায়ী কমিটির সভাপতি র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। সম্মানিত অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগের দায়িত্ব প্রাপ্ত নেতা ব্যারিস্টার শেখ ফজলে নাঈম।
উদ্বোধন করেন জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এডভোকেট শাহানুল ইসলাম। সদর উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ আলী আজমের সভাপতিতে ও সদর উপজেলা সাধারন সম্পাদক জসিম উদ্দিন রানা, পৌর যুবলীগ আহবায়ক মোঃ আমজাদ হোসেন রনির সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস।
বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু ,কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক আলামিনুল হক আলামিন, সদস্য আশিকুল ইসলাম, মোহাম্মদ নাজিম উদ্দিন ও শিরিন শিলা প্রমূখ।
বিশেষ বক্তা ছিলেন, জেলা যুবলীগের সহ-সভাপতি মাহমুদুর রহমান জগলু, সহ-সভাপতি সৈয়দ আশেক আহমেদ, যুগ্ম সম্পাদক মোবাশ্বের আলী খাদেম বাবু , সাংগঠনিক সাময়িক সম্পাদক সালাহ উদ্দিন সরকার প্রমুখ।
পরে স্থানীয় আলাউদ্দিন দি সঙ্গীতাঙ্গন মিলনায়তনে ২য় অধিবেশন অনুষ্ঠিত হয়। কিন্তু কোন কমিটি ঘোষণা না করেই সভাস্থল ছাড়েন নেতারা।