মঙ্গলবার, ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রী স্বৈরশাসকের রক্তচক্ষু উপেক্ষা করে স্বদেশ প্রত্যাবর্তন করেন : ইন্দিরা

নিজস্ব প্রতিবেদক : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, স্বৈরশাসকের রক্তচক্ষু ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে শেখ হাসিনা গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা, সাধারণ মানুষের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে স্বদেশ প্রত্যাবর্তন করেছেন।
আজ বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
ইন্দিরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ ও পদ্মা সেতুর সফল বাস্তবায়নকারী। বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতিতে বিশ্বে রোল মডেল। মাথাপিছু আয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রেমিট্যান্স ও গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। তাঁর সাহসী ও দূরদর্শী নেতৃত্বে ২০৪১ সালের স্মার্ট, উন্নত- সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।
তিনি বলেন, জিয়াউর রহমান ভোট ব্যবস্থা ধ্বংস, গণতন্ত্র হত্যা, জেল-জুলুম, গুম ও নির্যাতনের  মাধ্যমে দেশে অরাজকতার পরিবেশ সৃষ্টি করেছিল। জিয়া  রাজনীতিকে  ক্যান্টনমেন্টে বন্দী ও রাজনীতিবিদদের কারা বন্দী করে  দেশে দল ভাঙ্গার রাজনীতি চালু করেন। জিয়া বিনা আপরাধে ও বিনা বিচারে বীর মুক্তিযোদ্ধাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে। 
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব। 
অনুষ্ঠানে জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, অতিরিক্ত সচিব মোহাম্মদ মুহিবুজ্জামান, জাতীয় মহিলা সংস্থার পরিচালনা পরিষদের সদস্য আফরোজা হাসমত ও তাহমিনা সুলতানা বক্তৃতা করেন। 
আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ