শুক্রবার, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

চাটখিলে আন্তঃজেলার হোন্ডা চোর চক্রের সদস্য জনতার হাতে আটক 

চাটখিল ও সোনাইমুড়ী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল উপজেলার শিবরামপুর বাংলাবাজার শুক্রবার (১৯ মে) আন্তঃজেলা হোন্ডা চোর চক্রের এক সদস্য হোন্ডা চুরির চেষ্টা কালে জনতার হাতে আটক হয়েছে। আটককৃত হোন্ডা চোর চক্রের সদস্য পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের দক্ষিন শ্যামপুর গ্রামের নুর নবীর ছেলে মোঃ মানিক (২৬)। পরে আটককৃত মানিককে গণপিটুনী দিয়ে চাটখিল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এক ব্যক্তি শিবরামপুর বাংলাবাজার জামে মসজিদের বাহিরে গাড়ি রেখে মসজিদে নামাজ পড়তে প্রবেশ করে। হোন্ডা চোর চক্রের সদস্য মানিক ঐ মোটর সাইকেলের তালা ভেঙ্গে চুরি করার চেষ্টা কালে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে।

চাটখিল থানার উপ-পরিদর্শক (এসআই) সৌরভ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের থেকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃত মানিককে থানায় নিয়ে আসে। এবিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *