বৃহস্পতিবার, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে ফাঁসির দাবিতে বোরহানউদ্দিনে মানববন্ধন

মো: রাকিব হোসেন,ভোলা প্রতিনিধি :

 জামালপুরে  সাংবাদিক  নাদিম হত্যার প্রতিবাদে খুনির ফাঁসির দাবিতে ও ভোলায় গ্লোবাল টিভি ভোলা জেলা প্রতিনিধি অনিক আহাম্মদসহ দৌলতখানের সাংবাদিক ফরাজী  হারুন অর রশিদ এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে ভোলার বোরহানউদ্দিন অনলাইন প্রেসক্লাব আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  

রবিবার দুপুর ১২ টায় বোরহানউদ্দিন থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বোরহানউদ্দিন অনলাইন প্রেসক্লাব সভাপতি এইচ. এম. এরশাদ এর

 সভাপতিত্বে প্রধান অতিথি ভোলা জেলা অনলাইন প্রেস ক্লাব সভাপতি তুহিন খন্দকার ও বিশেষ অতিথি বোরহানউদ্দিন জর্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান (মনির) বক্তব্য রাখেন। মানববন্ধনে

মামলার প্রধান আসামীসহ সকল আসামীদেরকে ফাঁসির দাবি জানান।  একই সঙ্গে ভোলায় দুই সাংবাদিকের বিরুদ্ধে  ডিজিটাল নিরাপত্তা আইনে হাওয়া মামলা প্রত্যাহারের দাবি জানানোসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবী জানান বক্তারা।এসময় আরো বক্তব্য রাখেন বোরহানউদ্দিন অনলাইন প্রেসক্লাব সিনিয়র সহসভাপতি মোঃ গাজী তাহেরুল আলম লিটন, মোঃ কবির হোসেন, যুগ্নসাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, জেএম মমিন,সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম আকাশ, সাংবাদিক মিজানুর রহমান,এইচ. এম. মামুন,রিয়াজ ফরাজি, বোরহানউদ্দিন প্রেসক্লাবের সদস্য মোঃ সোহেল বক্তব্য রাখেন। এসময় বোরহানউদ্দিন অনলাইন প্রেসক্লাব সদস্য মোঃ রাকিব, মোঃ মাসুদ রানা, মোঃ সামিম, মোঃ নাঈম মাস্টার, হাসান ফরাজী, হাসনাইন আহমেদ, দৈনিক কাল বেলা প্রতিনিধি শরিফ আহম্মেদসহ বিভবন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন। উল্লেখ্যঃ গত ১৪ জুন রাতে বাড়ি ফেরার পথে হামলার শিকার হয়ে পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাংবাদিক নাদিম। এই হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় এ পর্যন্ত ১৩ জন গ্রেপ্তার হয়েছেন।

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে এই মামলায় পাঁচ দিনে রিমান্ড শেষে জেলহাজতে পাঠিয়েছে বিজ্ঞ আদালত।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *