

শাহ ইমরান, জেলা প্রতিনিধি,কুমিল্লা : কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে প্রকাশ্যে খুন হওয়া ইজাজুল হত্যায় জড়িত চার আসামীকে কক্সবাজার সাগরের সুগন্ধা বিচ থেকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ।
১৩ জুলাই দুপুরে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ কামরান হোসেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ২৫ জুন সন্ধায় নগরীর কান্দিরপাড় খন্দকার হক টাওয়ারের সামনে ইজাজুল নামে একজনকে প্রকাশ্যে ছুরকাঘাতি করে হত্যা করা হয়। নিহত ইজাজ কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের মনিপুর এলাকার মো: সিরাজুল ইসলামের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ বুধবার রাতে কক্সবাজার থেকে চারজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন নগরীর চর্থা এলাকার মৃত চারু মিয়ার ছেলে মো:মহরম মিয়া (২৭), মুরাদপুর এলাকার মৃত রিপন মিয়ার ছেলে পারভেজ (২৮), রুবেল আহাম্মেদ এর স্ত্রী রুপা আক্তার (২৫) ও বারপাড়া এলাকার হালিম মিয়ার ছেলে মো: ইয়াছিন(২৫)।
অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ সহ প্রাথমিকভাবে জানা যায়, মাদকের পাওনা টাকা পরিশোধের কথা বলে মামলার এজাহার ভূক্ত আসামী মো: রুবেল এবং তার স্ত্রী শারমিন মোবাইল ফোনের মাধ্যমে কথা বলে এজাজকে কুমিল্লায় আনেন। খন্দকার হক টাওয়ারের সামনে আসামী রুবেল, শারমিন, এবং রুপার সাথে তর্কাতর্কির একপর্যায়ে মহরম এবং পারভেজ ইজাজুল এর পায়ের পিছনের অংশে চুরিকাঘাত করে পালিয়ে যায়। তখন হাসপাতালে নেওয়ার পথে ইজাজ মারা যান। এ ঘটনায় নিহতের পিতা মো: সিরাজুল ইসলাম বাদী হয়ে ৯জন সহ অজ্ঞাত নামা ৪/৫ জন আসামীর বিরুদ্ধে মামলা করেন।
আসামীদের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রায় ৩/৪ মাস আগে ইজাজুল আসামী রুবেল এবং শারমিন এর নিকট মাদক বিক্রির টাকা পায়। উক্ত টাকার জের ধরে ইজাজকে অভিযুক্তরা কৌশলে ঘটনাস্থলে ডেকে এনে তর্কাতর্কি করে এবং একপর্যায়ে ইজাজুলকে মহরম ও পারভেজসহ অন্যরা টানা হেচড়া করে ফুটপাতের উপর নিয়ে ছুরিকাঘাত করে হত্যা করে। আসামী মহরম এর বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদকসহ ১৪টি, আসামী পারভেজ এর বিরুদ্ধে চুরি,ডাকাতি সহ ৫টি, আসামি ইয়াছিন এর বিরুদ্ধে মাদকের ৩টি মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহম্মেদ সনজুর মোর্শেদ, পুলিশ পরিদর্শক ত্রিনাথ সাহা,ও দীনেশ চন্দ্র দাশ গুপ্ত সহ অন্যরা।