বুধবার, ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

রায়পুরায় এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে ৩ যুবকের কারাদণ্ড ও বহিষ্কার ১ শিক্ষার্থী

খন্দকার শাহ নেওয়াজ, রায়পুরা প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় এইচএসসি পরিক্ষায় নকল সরবরাহের দায়ে বহিরাগত ৩ যুবককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করেছে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন। এ সময় নকল করার অভিযোগে এক পরিক্ষার্থীকেও বহিষ্কার করা হয়।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে রহিমাহক চেতনা বিকাশ মহিলা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেন সাংবাদিকদের জানান, আজ ইংরেজি ২য় পত্র পরিক্ষা চলাকালীন সময়ে কলেজের বহিরাগত ৩জন যুবক পরিক্ষার্থীদের নকল সরবরাহ করতে যায়। পরে পুলিশ সদস্যগন তাদের আটক করে। এসময় তাদের মুঠোফোনে প্রশ্নপত্র ও উত্তরপত্রের প্রমান মিললে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি প্রদান করা হয়। এছাড়া পরিক্ষায় নকল করার অভিযোগে রুবেল মিয়া নামে রায়পুরা সরকারি কলেজের এক ছাত্রকে বহিষ্কার করেছে কেন্দ্র কর্তৃপক্ষ।

দণ্ডপ্রাপ্ত যুবকরা হলেন, উপজেলার নজরপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (৩১), মেথিকান্দা গ্রামের মো. গোলাপ মিয়ার ছেলে দ্বীন ইসলাম (২০), সায়দাবাদ গ্রামের বাছেদ মিয়ার ছেলে নূর আলম (২৯) কে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০ এর ১১(গ) ধারায় শফিকুলকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, দ্বীন ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ও নূর আলমকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন।
পরে দুপুরেই পুলিশি সহযোগিতায় ৩ জনকে জেল হাজতে পাঠানো হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ