সোমবার, ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির কুলাউড়ার কমিটি গঠন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সম্মেলন ও নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের এক অভিজাত রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাম গোপাল ফার্মেসির সত্ত্বাধিকারী সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজলের সভাপতিত্বে এবং আবিদ ফার্মেসির সত্ত্বাধিকারী মো. শেলুর রহমানের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান। বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের মৌলভীবাজার জেলা কমিটির সদস্য সেলিম আহমদ।

প্রধান আলোচক ছিলেন, মৌলভীবাজার জেলা কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টসের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির পরিচালক ইমদাদুল হক মছনু।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন, মো. আতিকুর রহমান আনু, জসিম উদ্দিন, মো. সাহেদ প্রমুখ।

অনুষ্ঠানে সর্ব সম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ১৭ সদস্য বিশিষ্ট নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন উপজেলা চেয়ারম্যান ও মিতালী ফার্মেসির সত্ত্বাধিকারী একেএম সফি আহমদ সলমান, সিনিয়র সহ-সভাপতি রাম গোপাল ফার্মেসির সত্ত্বাধিকারী সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল এবং সহ-সভাপতি আবিদ ফার্মেসির সত্ত্বাধিকারী মো. শেলুর রহমান।

কমিটির অন্যান্য পরিচালক সদস্যরা হলেন- জনতা ফার্মেসির সত্ত্বাধিকারী মো. দরছ মিয়া, কনক ফার্মেসির সত্ত্বাধিকারী মো. আতিকুর রহমান আনু, আদর্শ ফার্মেসির সত্ত্বাধিকারী মো. জাকির হোসেন, দি হেলথ কেয়ার ফার্মেসির সত্ত্বাধিকারী মো. বদরুজ্জামান সজল দি সুরমা ফার্মেসির সত্ত্বাধিকারী নির্মাল্য মিত্র সুমন, শামীম ফার্মেসির সত্ত্বাধিকারী মো. মোশাররফ হোসেন শামীম, ইউনিক ফার্মেসির সত্ত্বাধিকারী মো. বাদশা মিয়া, হেলাল ফার্মেসির সত্ত্বাধিকারী মো. জসিম উদ্দিন, সাইব ফার্মেসির সত্ত্বাধিকারী মো. সিদ্দিকুর রহমান, রহমানীয়া ফার্মেসির সত্ত্বাধিকারী মো. আতাউর রহমান, মানব কল্যাণ ফার্মেসির সত্ত্বাধিকারী প্রদীপ মল্লিক, মা ফার্মেসির সত্ত্বাধিকারী খালেদ পারভেজ বখস, দি সেন্ট্রাল ফার্মেসির সত্ত্বাধিকারী শ্রী পদ বর্ধন ও সৈয়দ ফার্মেসির সত্ত্বাধিকারী সৈয়দ ইমরান আলী।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ