নিজস্ব প্রতিবেদক মো. মনজুরুল ইসলাম (মনজু) : উন্নয়ন প্রক্রিয়ায় সর্বসাধারণকে সম্পৃক্ত ও অনুপ্রাণিত করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ৩০টি মুকাভিনয় দলের পরিবেশনায় ৩-৫ অক্টোবর পর্যন্ত ‘গণজাগরণের মুকাভিনয় উৎসব-২০২৩ আয়োজন করে।
উৎসবের সমাপনী আয়োজন ৫ অক্টোবর সন্ধ্যা ৬ টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ার অভিলক্ষে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাব আমরা উন্নতির শিখরে’ এই প্রতিপাদ্যে ‘গণজাগরণের শিল্প আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের জন্য দেশব্যাপী শিল্পযজ্ঞ পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতির এক সমৃদ্ধ রূপায়ব মুকাভিনয়। ঐতিহ্য, চিন্তা, মূল্যবোধকে ধারণ করেই মুকাভিনয়ের বিস্তার। বাংলাদেশের সংস্কৃতিতে মুকাভিনয় বরাবরই গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত। তৃণমূল মানুষের অন্তরে বাস্তবিক উন্নয়নের এক দর্পণ স্বরূপ কাজ করে মুকাভিনয়।