শনিবার, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

পাকিস্তানের চেয়ে ভালো খেলেই জিততে চান সাকিব

রাশেদুল হক : ৪ সেমিফাইনালিস্ট নির্ধারিত না হলেও ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউাজল্যান্ড আর অস্ট্রেলিয়া বাকিদের চেয়ে এগিয়ে। সুবিধাজনক অবস্থায়ও। বাংলাদেশের প্রথম চার দলে জায়গা করে নেওয়া কঠিন। এখন পাকিস্তান, শ্রীলঙ্কা আর অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ তিনটি আসলে সাকিব বাহিনীর মুখরক্ষার লড়াই। তিনটিতে জিতলে অবশ্যই কিছুটা মুখরক্ষা হবে।

এখন ওই ৩ ম্যাচের প্রথম খেলাটিই আগামীকাল মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেনসে, প্রতিপক্ষ পাকিস্তান। এমনিতে পাকিস্তান সব হিসেব নিকেশেই বাংলাদেশের চেয়ে শ্রেয়তর দল। কিন্তু এবারের বিশ্বকাপে বাবর আজমের দলের পারফরম্যান্স তেমন ভালো না।

জয়-পরাজয়ের হিসেবেও পাকিস্তানের অবস্থান খারাপ। ৬ খেলায় নেদারল্যান্ডস আর শ্রীলঙ্কা ছাড়া বাকি ৪ খেলায় হেরেছে পাকিস্তানিরা। সেই আলোকে বলাই যায়, এ মুহূর্তে বাংলাদেশ আর পাকিস্তান আছে প্রায় সমান্তরালে।

এখন পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচ নিয়ে কী ভাবছে বাংলাদেশ শিবির? অধিনায়ক সাকিবের কথা শুনে মনে হচ্ছে, তার দল জিততে মরিয়া।

আজ সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে বেশ হাসি খুশি ও চনমনে ছিলেন সাকিব। কথাবার্তায়ও ছিলেন বেশ সাবলীল। টাইগার দলপতি বলেন, ‘কালকের ম্যাচে চেষ্টা করবো জিততে। নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো। ২ পয়েন্ট নিশ্চিত করতে চাইবো। এজন্য যতটা সম্ভব চেষ্টা চালিয়ে যাবো।’

কিন্তু আগের ৫ খেলায় হারের বৃত্ত থেকে বেরিয়ে এসে পাকিস্তানকে হারানো কি সম্ভব? ওই ব্যর্থতা ঝেড়েমুছে ভালো খেলতে হলে কী করতে হবে? এমন প্রশ্নে সাকিবের উত্তর, ‘আমরা এটা নিয়ে কথা বলেছি। নিজেদের গ্রুপ মিটিং হয়েছে। আমরা নিজেরা বসেছিলাম, আলোচনা করেছি কিভাবে এই পরিস্থিতি থেকে ওভারকাম করতে পারি, যেখানে বর্তমানে আমরা আছি।’

তবে টাইগার অধিনায়ক স্বীকার করেছেন, যত টিম মিটিংই হোক না কেন, মাঠে লক্ষ্য-পরিকল্পনা ও কৌশলের সফল প্রয়োগ ঘটাতে হবে। আর তাই মুখে এমন প্রত্যয়, ‘আমাদেরকে সেটা মাঠে প্রমাণ করতে হবে। পারফর্ম করতে না পারলে সব কিছুই মূল্যহীন। এজন্য আমাদেরকে মাঠে পারফর্ম করে নিজেদের প্রমাণ করতে হবে। যেন প্রত্যেকে তা দেখতে পারেন।’

প্রতিপক্ষ পাকিস্তানকে নিয়ে কোনোরকম মন্তব্য করতে না চেয়ে সাকিব বলে ওঠেন, ‘আমি এই মুহূর্তে কোনো দলকে রেট করতে চাইছি না। আমাদের কাল অতি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। যেটা আমরা জিততে চাই। পাকিস্তানও তাই। তারাও ম্যাচটা জিততে চায়। যে দল ভালো খেলবে তারাই জিতবে। আমরা পাকিস্তানের চেয়ে ভালো ক্রিকেট খেলার চেষ্টা করবো, যেন ম্যাচটা জিততে পারি।’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *