শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

১০ সহিত্যিককে সাহিত্য সম্মাননা এবং পুরস্কার দিচ্ছে প্রকাশনা প্রতিষ্ঠান বাঙালি

নিজস্ব প্রতিবেদক : দেশের ১০ কবি সহিত্যিককে সাহিত্য সম্মাননা এবং পুরস্কার দিচ্ছে প্রকাশনা প্রতিষ্ঠান ‘বাঙালি’। সম্মাননা পাচ্ছেন শিশুসাহিত্যক ফরিদুর রেজা সাগর, শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, কবি মারুফুল ইসলাম, কথাসাহিত্যিক মিলা মাহফুজা ও কবি দুখু বাঙাল।

এছাড়া বাঙালি সাহিত্য পুরস্কার পাচ্ছেন গল্পকার জান্নাতুল বাকেয়া কেকা, কথাসাহিত্যিক জয়শ্রী দাস, গবেষক জে. আলী, কবি শরাফত হোসেন ও কথাসাহিত্যিক শাহমুব জুয়েল।

‘বাঙালি’ প্রকাশনার সপ্তম বার্ষিকী উপলক্ষ্যে এই সম্মাননা ও পুরস্কার দেওয়া হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শিগগিরই আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে প্রকাশনা সংস্থাটি।

‘বাঙালি’র প্রকাশক আরিফ নজরুল বলেন, ‘প্রকাশনা প্রতিষ্ঠান ‘বাঙালি’ দীর্ঘদিন ধরে দেশের সাহিত্য ও সংস্কৃতি এবং প্রকাশনা জগতে নানাবিধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সাহিত্যের বিভিন্ন ক্যাটাগরিতে তিন শতাধিক বই প্রকাশ করেছে। সৃজনশীল লেখকদের সম্মান জানাতেই এ সম্মাননা ও পুরস্কার দেওয়া হচ্ছে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ