
শাহ ইমরান,কুমিল্লা জেলা প্রতিনিধি : মঙ্গলবার (৭/১১/২৩) গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে ও পুলিশের সহযোগিতায় বুড়িচং উপজেলার নিমসার বাজারে সেভেন ব্রাদার্স স্টোরের দুইটি গোডাউন এবং দোকান থেকে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে আনুমানিক ১৯২০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। মোবাইল কোর্টে মোট ৩৫,০০০/-টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদুল হক তালুকদার। এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা’র সিনিয়র কেমিস্ট মোঃ রায়হান মোর্শেদ।পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলা উপ-পরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজিব বলেন, সরকারি নির্দেশক্রমে জব্দকৃত পলিথিন ধ্বংস করা হবে। পরিবেশ সুরক্ষায় অভিযান চলমান থাকবে।