সোমবার, ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

লক্ষ্মীপুরে প্রবাসীর পরিবারের ওপর হামলা, আহত ৩

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা চালিয়ে প্রবাসী রিয়াজ হোসেন ও তার মা জেসমিন বেগমসহ (৫১) ৩ জনকে পিটিয়ে-কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি নিয়ে মামলা কিংবা কোন অভিযোগ নিচ্ছে না পুলিশ। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় ভূক্তভোগী মালয়েশিয়া প্রবাসী রিয়াজ হোসেন সাংবাদিকদের বিষয়টি জানায়। 

এদিকে হামলাকারী মাহাবুব হাছান রিপনদের পক্ষে বুধবার (৬ ডিসেম্বর) রাতে থানা পুলিশ মামলা নেওয়ায় আতঙ্ক রয়েছে ভূক্তভোগী পরিবার। রিপন রাজধানীর রমনা থানা কৃষকলীগের সভাপতি।

এর আগে বুধবার সকালে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পূর্ব গোপীনাথপুর গ্রামের জুনুত গাজী বাড়িতে হামলার ঘটনা ঘটে। 

আহত জেসমিন বেগম জুনুত গাজী বাড়ির মৃত মফিজ গাজির স্ত্রী। রিয়াজ তাদের বড় ছেলে। অপর আহত রিয়াজের দাদি নুরনাহার বেগম (৮৫)। 

ভূক্তিভোগী পরিবার সূত্র জানায়, বাড়ির সামনেই পূর্ব গোপীনাথপুর জামে মসজিদ রয়েছে। অভিযুক্ত রিপন ওই মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারী। বুধবার সকালে মসজিদের টয়লেটের ট্যাংকি পরিস্কার করে প্রবাসী রিয়াজদের ঘরের পাশে উম্মুক্ত স্থানে ফেলা হয়। এতে ময়লার দুর্গন্ধ ছড়িয়ে পড়বে বলে রিয়াজ একটি গর্ত করে ময়লা মাটিচাপা দিতে বলে রিপনকে। এনিয়ে রিপন তার ওপর ক্ষিপ্ত হয়ে উঠে। একপর্যায়ে দুইজনের মধ্যে কথাকাটাকাটি হয়। সবার উপস্থিতিতে ঘটনাটি সমাধান হলেও পরে রিপন ও তার ভাই রাজু আহম্মেদসহ একদল লোক ধারালো অস্ত্র নিয়ে রিয়াজের পরিবারের ওপর হামলা করে। একপর্যায়ে ধারালো দায়ের কোপে রিয়াজের মা জেসমিনের মাথায় রক্তাক্ত জখম হয়। এসময় রিয়াজ ও তার দাদিকে পিটিয়ে আহত করে হামলাকারীরা। পরে আহত জেসমিনসহ অন্যদের সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। 

আহত রিয়াজ হোসেন বলেন, আমরা থানায় মামলা নিতে গেলে পুলিশ নেয়নি। কিন্তু থানা পুলিশ আমাদের বিরুদ্ধে মামলা নিয়েছে। এখন আমাদের ওপর ফের হামলার ভয় রয়েছে। আমরা এখন বাড়ি ছাড়া। 

কৃষকলীগ নেতা মাহবুব হাছান রিপন বলেন, রিয়াজ আমাদের কাজে বাধা দিয়ে হামলা চালিয়েছে। এ ঘটনায় আমার ভাই রাজু বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আমাদের বিরুদ্ধে রিয়াজদের অভিযোগ সত্য নয়। 

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, রিপনের ভাই একটি মামলা দায়ের করেছেন। অপরপক্ষও মামলা করতে এসেছেন। কিন্তু তাদের অভিযোগপত্রে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছিল। এতে তাদেরকে অভিযোগপত্র সংশোধন করে আসতে বলা হয়ে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ