বুধবার, ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

প্রধান বিচারপতির বাসভবনে মিলিত হয়েছেন সাবেক দশ প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতির বাসভবনে মিলিত হয়েছেন সাবেক দশ প্রধান বিচারপতি।
সাবেক প্রধান বিচারপতিগণ এক সময়ে বসবাস করা আঙ্গিনায় এসে বিভিন্ন স্মৃতি রোমন্থন করেছেন। স্মৃতি হিসেবে করেছেন ১০টি  গাছ রোপণ করেন।
রাজধানীর হেয়ার রোডের প্রধান বিচারপতির বাসভবন। এ পর্যন্ত ২৩ জন প্রধান বিচারপতি এখানে বসবাস করেছেন। গতকাল বিকেলে বর্তমান প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের দাওয়াতে মিলিত হয়েছেন সাবেক দশজন প্রধান বিচারপতি। তারা হলেন, সাবেক প্রধান বিচারপতি এ টি এম আফজাল, সাবেক প্রধান বিচারপতি কে এম হাসান, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন, সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন, সাবেক প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম, সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম, সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক, সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।  
এ সময় প্রধান বিচারপতির বাসভবনের ইতিহাস সম্বলিত বাংলা ও ইংরেজি ভাষায় লেখা ফলক উন্মোচন করা হয়। এক পর্য্যায়ে ফটোসেশন করেন এই সাবেক দশ প্রধান বিচারপতি।
এ সময় উপস্থিত ছিলেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড.কামাল হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সাবেক এটর্নি জেনারেল এএফ হাসান আরিফ, এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো.মোমতাজ উদ্দিন ফকির।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ