মঙ্গলবার, ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কুমিল্লায় ফার্মেসী থেকে চুরি হওয়া ২০ লক্ষ টাকার ঔষধ সহ ৪ জন গ্রেপ্তার

শাহ ইমরান,কুমিল্লা জেলা প্রতিনিধি : কুমিল্লা মহানগরীর ঝাউতলাস্থ “খান” ফার্মেসি থেকে চুরি যাওয়া ঔষধ সহ বিপুল চোরাই ঔষধ ও ০১টি
পিকআপ উদ্ধার এবং ০৪ জন চোর গ্রেফতার করেন কুমিল্লা জেলা পুলিশ।

সোমবার (১৮/১২/২৩) সকাল ১০:৩০ মিনিটে কুমিল্লা পুলিশ সুপার কনফারেন্স রুমে আয়োজিত  সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার আবদুল মান্নান এসব তথ্য জানান।


কুমিল্লা পুলিশ সুপার বলেন,  কিছু দিন যাবৎ উক্ত চোর চক্রটি বিভিন্ন জেলা শহরের সড়ক সংলগ্ন ফার্মেসী গুলোকে চুরির টার্গেট হিসেবে নির্ধারণ করে চুরি করে আসছিল। তারা দিনের বেলায় ঘুরে ঘুরে রেকী করে রেখে পরবর্তীতে রাতের বেলায় সেসব স্থানে সুকৌশলে অল্প সময়ের মধ্যে তালা ভেঙ্গে চুরি করে পালিয়ে যায়।
কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান আরো বলেন,
কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন, কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ও বিভিন্ন উৎস হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চুরির কাজে ব্যবহৃত পিকআপ গাড়ীটি সনাক্ত করে ঢাকা যাত্রাবাড়ী,নারায়নগঞ্জ এর ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে উক্ত ঘটনায় জড়িত ১। মাসুম রেজা(৪২), সামাদ(২৪), সানি(১৮), সানাউল্যাহ(৩৫), গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রূপগঞ্জের বরপা প্রাইমারী স্কুলের পিছনে কোহিনুর করিম শপিং কমপ্লেক্স এর ভিতরে রামিম সুজ নামক জুতার দোকানের পাশে ১নং ধৃত ব্যক্তি মাসুম রেজা(৪২) এর ভাড়া করা গোডাউন হতে,কুমিল্লা থেকে চুরি যাওয়া, ০৬ বস্তা ঔষধ উদ্ধার করা হয়। এছাড়াও উক্ত গোডাউন থেকে পূর্বে বিভিন্ন সময়ে
ক্রয়কৃত চোরাই বিপুল পরিমাণ ঔষধ জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে
কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকা থেকে চুরির কাজে ব্যবহৃত পিকআপ গাড়ীটি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো,
মাসুম রেজা (৪২), পিতা-মৃত মোফাজ্জল হোসেন, সাং-কুতুপপুর(মোফাজ্জল মেম্বার বাড়ী কাঁচপুর, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ ।
সামাদ (২৪), পিতা-তাজুল ইসলাম, সাং-সানারপাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ।
সানি(১৮), পিতা-তাজুল ইসলাম, সাং-সানারপাড়া, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ।
সানাউল্যাহ(৩৫), পিতা-জলিল বেপারী, সাং-জামালপুর, সাদুল্লাহপুর ইউপি, থানা-মতলব উত্তর, জেলা-
চাঁদপুর, এপিসাং-নিশাত ভিলা জসিম সরকার বাড়ীর ৪র্থ তলা, সাং-সানারপাড়া(লন্ডন মার্কেট), থানা-
সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান,অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মো: কামরান হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার, ট্রাফিক,মোহাম্মদ নাজমুল হাসান,  কুমিল্লা মডেল থানার ইনচার্জ ফিরোজ হোসেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ