
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : নেতাকর্মীদের আগামী ৭ জানুয়ারী ভোটার উপস্থিত নিশ্চিত করা এবং নৌকা প্রতীকে ভোট চাওয়ার জন্য সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে নৌকার প্রচার-প্রচারণা চালানোর আহবান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে নৌকার প্রার্থী সাবেক এমপি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়জুর রহমান বাদল। আজ শনিবার দুপুরে বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামে নির্বাচনী এক পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ আহবান জানান ।
অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম এমএসসি,পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য বীরমুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহাম্মেদ,ঢাকা মহানগর রামপুরা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃআলম,জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম শাহরিয়ার বাদল,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক ,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি আব্দুর রহমান, সাবেক জেলা পরিষদ সদস্য আবুল হোসেন আজাদ,বিশিষ্ট সমাজসেবক এম এ আওয়াল,,ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ্ আল রুমান,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন প্রমুখ।