বুধবার, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

নাটোরের সিংড়ায় চেকপোস্ট পরিচালনা করে ২২.৫ কেজি গাঁজাসহ ০৩জনকে গ্রেফতার করেছে র‌্যাব

মো: মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধি : র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর  ক্যাম্পের একটি দল  গোয়েন্দা তথ্যের ভিক্তিতে  জেলার সিংড়া থানার রানীনগর গ্রামে  শেরকোল শাহীবাজার এলাকায়  ১০ ফেব্রুয়ারী ২৪ ইংরেজি শনিবার সকাল এগারোটার দিকে গোপন সংবাদ এর ভিক্তিতে চেক পোস্ট পরিচালনা করে ২২.৫ কেজি গাঁজাসজ ০৩জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আটককৃত আসামিরা হলেন,

১।মোঃ সাগর মোল্লা (আশিক)(২৪)পিতা মোঃ মিন্টু মোল্লা সাংতেলকুপি , ২। মোঃ ফেরদৌস আহমেদ ফারদিন (২০)পিতা মোঃ ফজলুর রহমান, সাং মদনহাট।

৩। মোঃ আকাশ হোসেন (২৩) পিতা মোঃ বেলাল হোসেন, সাং বড়গাছা,সর্ব থানা ও জেলা নাটোর। 

এসময় তাদের কাছ হতে শুকনো গাঁজা ২২.৫ কেজি,মোবাইল ০৬ টি,সিমকার্ড ০৭ টি,নগদ ২,১০০ টাকা (দুই হাজার একশত টাকা) সহ তাদের আটক করা হয়।

র‌্যাব জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা জব্দকৃত আলামত গাঁজা সংগ্রহ করে  আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে  রেখে পরিবহন করছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করেছে।  গ্রেফতারকৃত আসামিরা পেশাদার  মাদকব্যবসায়ী,  তারা দীর্ঘদিন যাবত  দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয়বিক্রয় করে আসসে।

উপরোক্ত ঘটনায় নাটোর জেলার সিংড়া  থানায়  আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলার রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন। 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *