বুধবার, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

বঙ্গবন্ধুর পরিবারটাই আলোকিত পরিবার : এনামুল হক শামীম

নিজস্ব প্রতিবেদক : শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। আর তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। বঙ্গবন্ধু পরিবারটাই আলোকিত পরিবার।
আজ বিকেলে শরীয়তপুরের সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  
এনামুল হক শামীম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বিশ্বখ্যাত তথ্য ও প্রযুক্তিবিদ। কন্যা বৈশ্বিক অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত, কন্যা টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের ছায়া উপমন্ত্রী হয়েছেন। বঙ্গবন্ধু পরিবারটাই আলোকিত পরিবার। তাদের আলোয় তারা আলোকিত করতে চান বাংলাদেশকে।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যরা বাংলাদেশের জন্য আশীর্বাদ। জাতির পিতা যদি বেঁচে থাকতেন তবে বহু আগেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হতো। তবে আমরা আশান্বিত তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
এনামুল হক শামীম বলেন, নড়িয়া ও সখিপুরের মানুষ আমাকে সর্বোচ্চ ভোট দিয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আমি এই পাঁচ বছর আগের চেয়ে আরও বেশি কাজ করে সেই ঋণ পরিশোধ করবো। সখিপুরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থানা করেছেন। তিনি এই মেয়াদেই সখিপুরকে উপজেলা করবেন। তিনি এই মেয়াদেই মেঘনা সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন। ফোর লেনের কাজও এগিয়ে চলছে। এই জনপদকে উন্নত সমৃদ্ধ করতে যা যা যা দরকার তাই করা হবে।
তিনি আরও বলেন, নড়িয়া ও সখিপুরের সকল ননএমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও ভুক্ত করা হয়েছে। নতুন নতুন ভবন, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, সীমানা প্রাচীর করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ফি ও বেতন কমানোর সিদ্ধান্ত হয়েছে। শিক্ষার্থীরা কোনো মোবাইল ফোন নিয়ে স্কুলে যাবে না, প্রাইভেট পড়ানো যাবে না। শিক্ষার্থীদেরও পড়াশোনায় আরও মনোনিবেশ করতে হবে। খেলাধুলায় আগ্রহী হতে হবে। মাদক ও ইভিটিজিংকে না বলতে হবে।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ মুসা, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যা, ইউএনও রাজিবুল ইসলাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমএ কাইউম, সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার প্রমুখ।
এনামুল হক শামীম এরআগে সখিপুরের আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান করেন এবং উত্তর তারাবুনিয়া আব্বাস আলী স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন। এসময় তিনি তাঁর রতœাগর্ভা মায়ের নামে প্রতিষ্ঠিত বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের পক্ষে মেধাবী ও গরীব শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ