মঙ্গলবার, ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

জালালাবাদ গ্যাস কোম্পানির অবহিতকরণ সভা

রূপক দত্ত চৌধুরী, শ্রীমঙ্গল : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এর সিটিজেন চার্টার কমিটির আয়োজনে সেবা প্রদানে প্রতিশ্রুতি বিষয়ে স্টেকহোল্ডারগণের সমন্বয়ে ২০২৩-২৪ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কালিঘাট রোডে কোম্পানীর বিতরণ কার্যালয়ের হল রুমে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জালালাবাদ গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো.আতিকুর রহমান  সভাপতিত্ব করেন।

অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন কোম্পানির মহাব্যবস্থাপক বিপনন (উত্তর) প্রকৌশলী লিটন নন্দী,মহাব্যবস্থাপক বিপণন (দক্ষিণ) প্রকৌশলী রেজাউল করিম, মহাব্যবস্থাপক (কনস্ট্রাকশন) প্রকৌশলী নিজাম উদ্দিন, মহাব্যবস্থাপক (রাজস্ব) সুনীল কুমার বৈষ্ণব,ডিজিএম (ভারপ্রাপ্ত) তৌফিকুল হাসান চৌধুরী,ডিজিএম আর ডিডি মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা মো.রুহুল করিম চৌধুরী,ডিজিএম (হিসাব) আরিফুল ইসলাম,আঞ্চলিক ব্যবস্থাপক প্রকৌশলী মাসুদ রানা প্রমূখ।

এছাড়া মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন স্টেকহোল্ডারগণের মধ্যে ফিনলে টি কোম্পানি, ইস্পাহানী জেরিন চা কারখানা,গ্রান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ,বিট্রিশ বাংলা ক্যামিকেল লিমিটেড,সখিনা সিএনজি,কাজী ফার্মস,অলিলা গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডটসহ আরও প্রায় ৫০টির মত শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিগণও অংশ নেন।

সভায় জালালাবাদ গ্যাস কোম্পানির সেবার মান নিয়ে স্টেকহোল্ডারগণ সন্তোষ প্রকাশ করেন। তবে স্টেকহোল্ডারগণ গ্যাসের মূল্য কমানোর জন্য জেজিটিডিএসএল কর্তৃপক্ষের নিকট দাবি জানান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *