
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার শাহপুর জয়দুন্নেছা উচ্চ বিদ্যালয় মাধ্যমিক পরীক্ষায় (এসএসসি) ভালো ফলাফল করেছে। রোববার এসএসসির ফলাফল ঘোষণা করা হয়।
জানা যায়, স্কুলের ৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৬১ জন পরীক্ষার্থী উর্ত্তীণ হয়েছেন। পাসের হার ৯৬ দশমিক ৮৩ শতাংশ। তারমধ্যে জিপিএ ফাইভ পেয়েছেন ৬ জন, জিপিএ এ পেয়েছেন ১৩ জন এবং জিপিএ এ মাইনাস পেয়েছেন ৩৪ জন শিক্ষার্থী।
স্কুলটির পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও চট্টগ্রাম হাক্কানী খানকা শরীফের তত্ত্বাবধায়ক শাহ এহসানুল গণি পল্লব দৈনিক যায়যায় কালকে বলেন, ’আমি দায়িত্ব নেয়ার পর থেকেই স্কুলটিকে সুশৃঙ্খলভাবে পরিচালিত করার চেষ্টা করেছি। ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার কারণে ভালো একটি ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। আমি সকল পরীক্ষার্থী ও শিক্ষকদের আন্তরিক অভিনন্দন জানাই। আশাকরি ভবিষ্যতেও আরও ভালো ফলাফল করবে ছাত্র-ছাত্রীরা।’