গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাচ্ছেন ইন্জিনিয়ার আব্দুল্লাহ নাহিদ নিগার এমপি। নির্বাচনে জনগণকে দেয়া প্রতিশ্রুতির কাজও করে যাচ্ছেন তিনি।
মঙ্গলবার সকালে (উপজেলায় তিনটি রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধন করেছেন সুন্দরগঞ্জ আসনের এমপি ইন্জিনিয়ার আব্দুল্লাহ নাহিদ নিগার। উপজেলার রামজীবন ইউনিয়নে ১ টি, শান্তিরাম ইউনিয়নে ১ টি এবং শ্রীপুর ইউনিয়ন ১ টিসহ মোট ৩ টি রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ এলজিইডির প্রকৌশলী আব্দুল মান্নাফ, উপ-সহকারী প্রকৌশলী মাহবুব-উল-আলম, হোসেন,মইনুল ইসলাম পাভেল, রামজীবন ইউপি চেয়ারম্যান শামসুল হুদা,শান্তি রাম ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, শ্রীপুর ইউপি সদস্য মামুনুর রশীদসহ আরও অনেকে।