
সালমান হোসাইন, ব্রাহ্মণবাড়িয়া : দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নয়নপুর গ্রামের রাস্তার বেহাল অবস্থা। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন নয়নপুর গ্রামের বাসিন্দা সহ উলচাপাড়া, বিজ্বেশর, মোহাম্মদপুর ও চণ্ডালখিল গ্রামের হাজারো মানুষ।
প্রধান হাইওয়ে সড়ক সংলগ্ন পুনিআউট-নয়নপুর চৌরাস্তা থেকে উলচাপাড়া ব্রিজ পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ রাস্তা ও অত্র এলাকার বাসিন্দাদের শহরে যাওয়ার একমাত্র রাস্তা। পায়ে হেঁটে বা যানবাহনে চলাফেরা রীতিমত বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। বর্তমান রাস্তার দুরবস্থার কারণে একদিকে যেমন অসহনীয় যানজটের সৃষ্টি হচ্ছে তেমনি প্রতিনিয়ত বাড়ছে সড়ক দুর্ঘটনা। ঝুঁকি নিয়ে এসব রাস্তা দিয়ে প্রতিনিয়ত রিকশা, অটোরিকশা, সিএনজি, ভ্যানগাড়ি চলাচল করছে।
দৈনিক যায়যায় কালকে স্থানীয়রা জানান প্রায় ৮ বছর পূর্বে এ রাস্তাটি সংস্কার করা হয়েছিল। দীর্ঘ সময় পার হলেও তা সংস্কারের কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। তাছাড়া ভারি যানবাহন চলাচলের কারণে এখন রাস্তাটির বেশিরভাগ অংশের ইট, মাটি ও পিচ সরে গিয়ে ছোট-বড় খানাখন্দে পরিণত হয়েছে। ফলে অল্প বৃষ্টি হলেই রাস্তাগুলো ডুবে কাঁদা সৃষ্টি হয়। যার ফলে এ রাস্তা দিয়ে আর চলাচল করা যায় না। এদিকে মুমূর্ষু রোগী ও স্কুল শিক্ষার্থীদের জন্য এই রাস্তা যেন মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া বর্ষাকালে চরম দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীকে।
ভুক্তভোগি স্কুল-কলেজ শিক্ষার্থী, ব্যাবসায়ী,পথচারী ও স্থায়ী বাসীন্দা সহ সকলেই রাস্তা সংস্কার করার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।