
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: হাটহাজারী উপজেলার ফতেপুর ৩নং ওয়ার্ড ছাত্র সেনার কাউন্সিল অধিবেশন ও কৃত শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার পি.পি প্রাথমিক বিদ্যালয়ে ৩নং ওয়ার্ড শাখার সভাপতি হাফেজ এইচ এম ওমর আব্দুল্লাহ হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক, মুহাম্মদ সেকান্দর মিয়া, প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনা ফতেপুর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ পারভেজ মোশারফ।
কাউন্সিলর হিসেবে উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন ছাত্রসেনার অর্থ সম্পাদক, মুহাম্মদ শহিদুল ইসলাম।
ফতেপুর ৩নং ওয়ার্ড’র সাধারণ সম্পাদক এম. সাজ্জাদ হোসেন অভি ও সহ সাধারণ সম্পাদক এইচ এম সাজিদুল ইসলাম মাসুমের যৌথ সঞ্চালনায়, বিশেষ অতিথি ছিলেন ফতেপুর ইউনিয়ন ইসলামী ফ্রন্টের সদস্য মুহাম্মদ জাফর সওদাগর, ছাত্রসেনা ফতেপুর ৩নং ওয়ার্ড’র সাবেক সভাপতি এইচ এম মিনহাজুল আবেদীন, ছাত্রসেনা ৩নং ওয়ার্ড’র সাবেক সভাপতি এইচ এম মহিউদ্দিন, ছাত্রসেনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দাওয়াহ্ বিষয়ক সম্পাদক এইচ এম রায়হান উদ্দিন, ফুটন্ত ফুলের আসর সহয্যা পাড়া শাখার সভাপতি মুহাম্মদ মনসুর ইসলাম প্রমুখ। সভায় এইচ এম ওমর আব্দুল্লাহ হাবিব সভাপতি, এইচ এম সাজিদুল ইসলাম মাসুম, সাধারণ সম্পাদক, মুহাম্মদ রবিউল হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়।