
কাজী আল-আমিন, বিজয়নগর(ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়া বিজনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী নাছিমা মুকাই আলীর প্রচারণায় ব্যবহৃত গাড়ির চালক ফাহিম ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেছেন।
শনিবার সকাল অনুমান ৮টার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নে আলাদাউদপুর ও কালিসীমার মধ্যস্থলে এ হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে শনিবার বিকালে উপজেলার মির্জাপুর মোড়ে অস্থায়ী প্রচারণার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন নাছিমা মুকাই আলী।
সংবাদ সম্মেলনে নাছিমা মুকাই আলীর নির্বাচনী প্রধান সমন্বয়কারী হেলাল উদ্দিন ভূঁইয়া অভিযোগ করে বলেন, নাছিমা মুকাই আলীর নির্বাচনকে বাধাগ্রস্ত করতে বিভিন্ন সময় ও বিভিন্ন স্থানে আমাদের ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। আজও একই ঘটনা ঘটেছে। আমার ড্রাইভার আমাকে শ্রীপুর নামিয়ে গাড়িতে গ্যাস ঢোকানোর উদ্দেশ্যে আসেন। গ্যাস ঢুকিয়ে ফেরার পথে চান্দুরা ইউনিয়নের কালিসীমা ও আলাদাউদপুরের মধ্যস্থলে রাস্তার মধ্যে কয়েকটা মোটরসাইকেল বহনকারী দুষ্কৃতিকারীরা আমার ড্রাইভার ফাহিমকে জিজ্ঞেস করেন, হেলাল উদ্দিনকে কোথায় রেখে আসছিস। আমার ড্রাইভার উত্তর না দেওয়াতে, তার ওপর অতর্কিত হামলা চালায়। সে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। আমার ধারণা আমাদের গণজোয়ারের চিত্র দেখে প্রতিপক্ষ প্রার্থীর লোকজনকে আমাদের পিছনে লেলিয়ে দিয়েছে। আমরা প্রশাসনের কাছে এই হামলার আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে ৫ তারিখে নির্বাচনকে সুস্থ ও সুন্দর পরিবেশে উপহার দেওয়ার জন্য দাবি জানাচ্ছি।
এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ আসাদুল ইসলাম বলেন, নাছিমা মুকাই আলীর শনাক্ত করা দুটি স্থানে আমাদের অফিসার পাঠিয়ে খোঁজ নিয়েছি। কিন্তু কোনো সত্যতা পাওয়া যায়নি। আমি শুনেছি একটা অভিযোগ হয়েছে থানায়। আমি অফিসে এসে দেখে নেব।