
রকিবুজ্জামান, মাদারীপুর : মাদারীপুরের কালকিনি পৌরসভার ৭ নং ওয়ার্ডের একটি রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করলেন কালকিনি পৌর মেয়র এসএম হানিফ।
রোববার সকালে কালকিনি পৌরসভার ৭ নং ওয়ার্ডের উত্তর রাজদী এলাকার নিজাম হাওলাদারের বাড়ি থেকে সেকেন্দার বেপারীর বাড়ি হয়ে আলামিন বেপারীর বাড়ি পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন মেয়র হানিফ।
জানা যায়, নগর উন্নয়ন প্রকল্প (আই.ইউ.জি.আই.আই.পি) এর আওতায় ৫০১ মিটার আরসিসি রাস্তা নির্মানের পাশাপাশি সড়কের দুইপাশে মোট ১৯ টি উন্নতমানের সড়কবাতি বসানো হবে।এতে সর্বমোট প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ১৭ লাখ টাকা। এ সড়কটি পাকা হলে এলাকার মানুষের দীর্ঘদিনের কষ্টের অবসান হবে।
সড়কটি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বাকামিন,উপজেলা সৈনিক লীগের সাধারণ সম্পাদক দিদার মোল্লা, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সাইদ লিখন, প্রকল্প ইঞ্জিনিয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।