সোমবার, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

দেশের উন্নয়নে নদী ভাঙন রোধের বিকল্প নেই -প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

মাইদুল ইসলাম, রংপুর ব্যুরো : পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, নদীমাতৃক বাংলাদেশের সার্বিক উন্নয়নে নদী শাসন, প্রতিরক্ষা বাঁধ তৈরির মাধ্যমে ভাঙন রোধের কোনো বিকল্প নেই। ভাঙন রোধ করতে না পারলে আমাদের কৃষি উৎপাদন ক্রমশ কমে যাবে। এতে দেশের অর্থনীতিতে পড়বে বিরুপ প্রভাব।

রোববার দুপুরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার হরিচন্ডী, সন্নাসীর চর, আনন্দবাড়ী, পশ্চিম আলগার চর ও জিগাবাড়ী এলাকার সার্বিক উন্নয়ন ও নদীভাঙন রোধকল্পে জিগাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নদীমাতৃক বাংলাদেশে ছোট-বড় ৪ থেকে ৫শ’ টি নদী আছে। কৃষি প্রধান এদেশের সার্বিক উন্নয়নে আমাদের নদীগুলোকে শাসন করতে হবে। প্রতিরক্ষা বাঁধ তৈরি করে নদীগুলোর পাশে যেসব গ্রাম ও শহর আছে সেগুলোকে রক্ষা করতে হবে। পাশাপাশি ফুলছড়িবাসী তথা আপনাদেরও রক্ষা করতে হবে। এটা আমাদের দায়িত্ব। প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যেই সরেজমিন আপনাদের অত্র এলাকা পরিদর্শনে এসেছি।

তিনি আরো বলেন, আমি হেলিকপ্টারে এলাকাটি পরিদর্শন করেছি এবং বুঝতে পেরেছি এখানে বাঁধ নির্মাণ প্রয়োজন। আপনাদের দীর্ঘদিনের দাবি পূরণে প্রয়োজনীয় সমীক্ষা কার্যক্রম শেষে শিগগির এখানে প্রতিরক্ষা বাঁধ তৈরি করা হবে।

সভায় বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য বিপ্লব হাসান পলাশ, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আ.ল.ম বজলুর রশীদ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহা-পরিচালক মুহাম্মদ আমিরুল হক ভূঞা, পুলিশ সুপার কামাল হোসেন,পানি উন্নয়ন বোর্ড গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জু, ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ,সাঘাটা উপজেলা চেয়ারম্যান শামসিল আরেফিন টিটু,সদর উপজেলা চেয়ারম্যান আমিনুরজামান রিংকু, রাসেল বিন ওয়াহেদ ফিরোজ উপজেলা ভাইস চেয়ারম্যান ফুলছড়িসহ জেলা উপজেলার আওয়ামী লীগ নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ১১ টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে ফুলছড়ির জিগাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছান প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *