কাবিল উদ্দিন কাফি, সিংড়া(নাটোর) : নাটোরের সিংড়ায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান ও পাঠ বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিংড়া নাটোর এর আয়োজনে উপজেলার বড়গাঁও স্থানীয় কৃষকদের উপস্থিতিতে প্রযুক্তিগত ব্যাবহার, উন্নতমানের বীজ বপন ও নানাধরনের কৃষি পরামর্শের মাধ্যমে এটি অনুষ্ঠিত হয়।
এ সময় কৃষকদের উদ্দেশ্য পরামর্শমূলক বক্তব্য রাখেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রশিদ(রয়েল),উপসহকারী কৃষি কর্মকর্তা তরিকুল ইসলাম, মো. আরিফ হোসেনসহ আগত অতিথিগণ।
এ সময় উপস্থিত ছিলেন ২নং ডাহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়রসহ সহ-সভাপতি নুরুল ইসলাম, সোলাইমান হোসেন, মো. আবু তাহের, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু তালেবসহ সমন্বিত কৃষকগণ। কৃষকদের উদ্দেশ্যে খাবার বিতরণ ও কৃষক সম্মানি ভাতা প্রদানের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।