মঙ্গলবার, ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধুকে নিয়ে সেরা ভিডিও বানিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি

মো. এরশাদ আলী, হাটহাজারী (চট্টগ্রাম) : ‘আমার চোখে বঙ্গবন্ধু’ শীর্ষক এক মিনিটের ভিডিও চিত্র তৈরি প্রতিযোগিতায় জাতীয়ভাবে প্রথম স্থান অধিকার করেছেন হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নস্থ আবুল খায়ের সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে থেকে পুরস্কার হিসেবে সম্মাননা, ক্রেস্ট ও আর্থিক পুরস্কার গ্রহণ করেন তারা।

বিজয়ী দলের দলনেতা মিত্তিকা ফায়েজ। সে ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। এই দলে আরও রয়েছে, একই শ্রেণির শিক্ষার্থী আন্না বড়ুয়া, সপ্তম শ্রেণির নুর হাবিবা, নবম শ্রেণির জান্নাতুল কাওসার তাসপি, আলভী আফরোজ, উদভা মাহাদী লামিসা, দশম শ্রেণির আসিফা তাবাসসুম সালমা, মীর মুনতাহা ইসলাম, ফারহীন ফাম্মী বিনতে ফরিদ, উম্মে তাসনুভা হোসাইন সোহানা এবং অষ্টম শ্রেণির প্রিয়ম রায়।

অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসকের পক্ষে প্রতিনিধিত্ব করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এ বি এম মশিউজ্জামান। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম ও নির্বাচিত শিক্ষার্থীদের পিতামাতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম বলেন, জাতীয় পর্যায়ে মাধ্যমিকে আমার শিক্ষার্থীরা প্রথম স্থান অধিকার করায় গর্ববোধ করছি। তাদের জন্য দোয়া রইল

মাধ্যমিক শিক্ষা অফিসার মাইনুদ্দিন মজুমদার বলেন, সাবেক ইউএনও মো. শাহেদুল আলম থাকাকালে আমার চোখে বঙ্গবন্ধু এক মিনিটের ভিডিও চিত্র প্রতিযোগিতার বাছাইয়ে বার বার এ ভিডিও দেখে মুগ্ধ হয়েছিলেন। পরে ইউএনও এবং বিচারকদের সিদ্ধান্তে এটাই জাতীয় পর্যায়ে পাঠানো হয়েছিল। এ অর্জনে কেবল হাটহাজারী নয় পুরো চট্টগ্রাম গর্বিত।

উল্লেখ্য ‘আমার চোখে বঙ্গবন্ধু’ শীর্ষক এক মিনিটব্যাপী ভিডিও চিত্র তৈরি প্রতিযোগিতা গত বছরের ২০ জুলাই হতে ৩১ পর্যন্ত পর্যায়ক্রমে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ