
জগন্নাথ সাহা, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে শুরু হয়েছে তিন দিনের কৃষি প্রযুক্তি মেলা।
জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বৃহস্পতিবার সকালে মেলার উদ্বোধন করেন, সংসদ সদস্য আব্দুল ওদুদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছমিনা খাতুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, চাঁপাইনবাবগঞ্জ কৃষি এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক।