মো. সেলিম খান, (উল্লাপাড়া) সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদকে বৃহস্পতিবার বিকেলে গ্রেফতার করেছেন পুলিশ।
পুলিশের একাধিক সূত্র থেকে জানা যায়, উল্লাপাড়া মডেল থানা পুলিশের সহযোগিতায় জেলার বেলকুচি থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের বিষয়ে দৈনিক যায়যায়কাল প্রতিবেদকে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল বারিক জানান, ঢাকার একটি আদালতে আব্দুল মজিদের বিরুদ্ধে চেক জালিয়াতির মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে বলে উল্লেখ করেন তিনি।