
কৌশিক চৌধুরী, হিলি (দিনাজপুর) : সারাদেশের ন্যায় দিনাজপুরের হিলিতে স্মাট ভুমিসেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় হাকিমপুর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ভূমি অফিস চত্বরে এ সভার আয়োজন করা হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লায়লা ইয়াসমিন, হাকিমপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর ইসলাম শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ দুলাল হোসেন, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু প্রমুখ।
এ সময় স্থানীয় গন্যম্যান্য ব্যক্তিরা ও স্কুলের শিক্ষার্থীসহ অনেকে উপস্থিত ছিলেন। পরে ভূমি অফিস চত্বরে একটি র্যালী বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় ।