সোমবার, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

কাজিপুরে মোটরবাইক চোরচক্রের দুই সদস্য গ্রেফতার

কাজিপুর (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে আন্তজেলা মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে। এসময় তাদের নিকট থেকে একটি চোরাই বাজাজ ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

শনিবার (৮ জুন) বিকেলে মনসুরনগর ইউনিয়নের অন্তর্গত মাজনাবাড়ী গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করেছে। আদালত তাদের জেলহাজতে পাঠিয়েছে।

কাজিপুর থানায় দেয়া মামলাসূত্রে জানা গেছে, কাজিপুর থানার অন্তর্গত নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশের একটি টিম গত শনিবার বিকেলে মনসুরনগর ইউনিয়নের অন্তর্গত মাজনাবাড়ী গ্রামে অভিযান চালান। এসময় মনির হোসেন ওরফে নান্নুর (৩০) বাড়ি থেকে একটি চোরাই বাজাজ ডিসকভার ১১০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। সেইসাথে উত্তর ছালাল গ্রামের রইচ উদ্দিনের পুত্র মো. হেলাল উদ্দিন (৩৫), এবং একই গ্রামের রেজাউল করিম ওরফে রতনকে গ্রফতার করে পুলিশ।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, মোটরসাইকেল চোরচক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আদালতের প্রক্রিয়া মেনে উদ্ধারকৃত মোটরসাইকেল আমরা দ্রুত প্রকৃত মালিকের হাতে তুলে দেব।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *