
এস এম আক্কাস, সিরাজগঞ্জ : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয় এখন গরুর হাটে পরিণত হয়েছে । এ নিয়ে স্থানীয়রা শিক্ষার্থীদের ক্লাস করায় বিঘ্ন ঘটছে বলে অভিযোগ করেছেন ।
সোমবার সকাল ১১ টা সরজমিনে দেখা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার এমপিও ভুক্ত ঐতিহ্যবাহী পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ে মাঠে উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলাম ও প্রধান শিক্ষক মো. আবু বক্কার এর যোগসাজশে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিদ্যালয় এখন গরুর হাটে পরিণত হয়েছে। এই নিয়ে জনমনে নানান ধরনের প্রশ্ন দেখা দিয়েছে।
বিদ্যালয়ের মাঠ জুড়ে বাঁশের খুঁটি পুতে গরু বাঁধার জন্য প্রস্তুত করা হয়েছে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে অসুবিধা হয়েছে। বিদ্যালয়ের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। পাশাপাশি ক্লাস চলাকালীন হাট লাগলে লেখাপড়ার পড়ার ব্যাঘাত ঘটবে। এছাড়াও গরুর হাটের নেই কোনো বৈধতা। প্রভাবশালীদের পেশি শক্তিতে হাট পরিচালনা হচ্ছে।
পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এলাকাবাসী এই গরুর হাট লাগিয়েছেন।
পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু বক্কার বলেন, আগেই থেকেই ঈদ উপলক্ষে গরুর হাট লেগে আসছে।
সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা’র মুঠোফোন বন্ধ থাকায় হাট বিষয়ে যোগাযোগ করা সম্ভব হয়নি।