মো. বেল্লাল হোসাইন নাঈম, নোয়াখালী : নোয়াখালীর চাটখিলে ঈদের আগে সরকারের নগদ অর্থ, চেক ও ঢেউটিন পেলেন অসহায় ও দুঃস্থ ৬৬ পরিবার।
বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে স্থানীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের নগদ অর্থ ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অনুদানের এই চেক এবং ঢেউটিন বিতরণ করা হয়।
চাটখিল উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীনের সভাপতিত্বে নগদ অর্থ, চেক ও ঢেউটিন বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান, চাটখিল পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন, উপজেলার ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পলাশ সমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বেলায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, চাটখিল থানার ওসি মুহাম্মদ ইমদাদুল হক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নোয়াখালী- ১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম বলেন, ‘আপনারা আমাদের প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। তিনি যেনো সবসময় এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন, আপনাদের সেবা করতে পারেন।
এসময় স্থানীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ৩৪ জন দুঃস্থ ও অসহায়ের প্রত্যেককে ৩ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫৮ হাজার টাকা বিতরণ করা হয়। এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো ৩২ জন অসহায় ও দুঃস্থের মাঝে ৩ হাজার টাকা ও ১ বান করে ঢেউটিন বিতরণ করা হয়।
ঈদের আগে ৬৬ জন অসহায় মানুষ এই সহায়তা পেয়ে সরকার ও স্থানীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানান।