
নাঈম হোসেন, রাজশাহী : রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন রেলগেট কামরুজ্জামান চত্বর এলাকায় সানি নামে এক যুবককে পূর্ব শত্রুতার জেরে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।
গেল শনিবার (১৬ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।
আহত সানি বোয়ালিয়া থানার রাজারহাতা এলাকার আনসার আলীর ছেলে। বর্তমানে সানি ৬৫টি সেলাই নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) চিকিৎসাধীন রয়েছে।
জানা যায় , রাজারহাতা এলাকার আনসার আলীর ছেলে সানিকে পূর্ব শত্রুতা জেরে রাসিকের সাবেক ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর টিটুর ভাগিনা চন্দ্রিমা থানার শিরোইল কলোনী ০৪ নং গলির মৃত ইদ্রিস আলীর ৩ ছেলে মোঃ রাসেল আলী সম্রাট (৩৫), মোঃ ফয়সাল (৩২), মোঃ জুয়েল রাজা (৩৯) গত ১৬ জুন শনিবার আনুমানিক বিকেল ৬টায় বোয়ালিয়া থানাধীন রেলগেট কামরুজ্জামান চত্বর এলাকায় ভ্রাম্যমান শরবতের দোকানে কর্মরত অবস্থায় দেশিয় ধারালো অস্ত্র দিয়ে সানির ওপরে হামলা চালায় তারা। হামলাকারীদের দেশিয় ধারালো অস্ত্রের আঘাতে সানির গলার বামপাশে গুরুত্বর জখম হয়। এসময় মোঃ সাদ্দাম হোসেন (৩৪), পিতা-মৃত আব্দুস সামাদ, সাং-আসাম কলোনী, থানা-চন্দ্রিমা,মোঃ পলাশ (৩৪), পিতা-মৃত সোহবান, সাং-দড়িখরবোনা, থানা-বোয়ালিয়া,মোঃ নাজমুল হোসেন ডলার (৩৫), পিতা-মোঃ শাহ আলম চৌধুরী, সাং-নতুন বিলসিমলা, থানা-রাজপাড়া, সর্ব জেলা মহানগর রাজশাহীগণ উপস্থিত হইয়া বিবাদীদের কবল হইতে সানিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সানিকে ৩৩ নং ওয়ার্ড সার্জারী বিভাগে ভর্তি করেন। বর্তমানে সানি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৩ নং ওয়ার্ড সার্জারী বিভাগে চিকিৎসাধীন রহিয়াছে।
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর বলেন, সানির ওপরে হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। আমরা দ্রুত সময়ে আসামীদের আটক করতে সক্ষম হবো বলে জানান তিনি।