
মশিয়ার রহমান, নীলফামারী : নীলফামারীর জলঢাকা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ৯জন কে গ্রেফতার করেছে।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সবুর পিপিএম সেবা মহোদয়ের দিক নির্দেশনায় ওজলঢাকা থানার অফিসার ইনচার্জ ওসি নজরুল ইসলাম মজুমদার এর নেতৃত্বে সক্রিয় চৌকস অভিযানিক টিম বিশেষ অভিযান পরিচালনা করিয়া জুয়া মামলায় ৬ জন, নিয়মিত মামলায় ০১ জন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় ০২ জন মোট ০৯ জন আসামি গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন- থানার মামলা নং ২৯ এর আসামী ০১ / মো. আসাদুল ইসলাম (৩৫) পিতা মৃত বাদল মিয়া সাং কৈমারী ০২/ আ. ছাত্তার (৩৮) পিতা আঃ খালেক সাং কৈমারী ফতেপাড়া ০৩/ দুলাল চন্দ্র রায় (২৮) পিতা মৃত মনমোহন রায় সাং কৈমারী বাড়াইবাড়ী ০৪/ নির্মল চন্দ্র রায় (৪৫) পিতা নরেশ চন্দ্র সাং কৈমারী কুঠিপাড়া ০৫/ আলমগীর হোসেন (৩৮( পিতা সফিয়ার রহমান সাং কৈমারী বাড়াইপাড়া ০৬/ ছাবদুল ইসলাম ওরফে মাবদুল পিতা রুস্তম আলী সাং কৈমারী বাড়াইপাড়া,জলঢাকা থানার জিডি নং ৯২৮ তাং ২০/৬/২৪ ইং এর আসামি ০৭/ মোঃ আসাদুল ইসলাম (৩০) পিতা লাল বাহাদুর সাং কাজিরহাট পন্ডিত পাড়া জিডি নং ৯২৯ তাং ২০/৬/২৪ ইং মূলে আসামি ০৮/ মো. ইউনুস আলী (৩২) পিতা মৃত দেলাবল হোসেন উভয় সাং কাজিরহাট পন্ডি পাড়া এবং মামলা নং ৩ তাং ০১/৬/২৪ ইং এর আসামি মো. খলিলুর রহমান পিতা মৃত কলিম উদ্দিন সাং কাজিরহাট ইয়াকুব পাড়া সর্ব থানা জলঢাকা জেলা নীলফামারী দের কে গ্রেফতার করিয়া আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করিয়া বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।