![](https://jaijaikal.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
কেফায়েতুল্লাহ কায়সার, চট্টগ্রাম : গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আজ শনিবার সকাল ১০ টায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে বাংলাদেশ আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু শীর্ষক সেমিনারের আয়োজন করে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।
সভায় প্রধান অতিথি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, উন্নয়ন, বড় বড় প্রকল্প, খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে সহ দেশের সকল উন্নয়নে অবদান রাখছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও তাঁর সরকার। এক কথায় বাংলাদেশের সকল অর্জনের সাথে বাংলাদেশ আওয়ামী লীগ জড়িত।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ মঈনুদ্দিন, সহসভাপতি আবুল কাসেম চিশতী, এটিএম পেয়ারুল ইসলাম, জসিম উদ্দিন, আফতাব উদ্দিন, আবুল কালাম আজাদ, সজন কুমার তালুকদার, নির্বাহী সদস্য ফোরকান উদ্দিন আহমেদ, সারওয়ার হাসান জামীল সামীম, সাহেদ সারওয়ার শামীম প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান আতা। অনুষ্ঠানে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।