
তৌফিক আলম চৌধুরী, চন্দনাইশ (চট্টগ্রাম) : ঐতিহ্যবাহী চন্দনাইশ পৌরসভার ৭নং ওয়ার্ড মধ্যম চন্দনাইশ মিজ্জির দোকান শোহাদায়ে কারবালা মাহফিল ও এলাকাবাসীর ব্যবস্হাপনায় মুন্সি আব্দুর রহমান চৌধুরী জামে মসজিদ মাঠে ৯তম পবিত্র আহলে বাইতে রাসুল (দ.) শোহদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বাদে এশা হতে রাত ১২টা পর্যন্ত ১০ দিনব্যাপী মাহফিলের প্রথম দিনের মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মুন্সী আব্দুর রহমান চৌধুরী জামে মসজিদের সম্মানিত খতিব অধ্যক্ষ আল্লামা শাহ্ খলিলুর রহমান নিজামীর সভাপতিত্বে শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সি আব্দুর রহমান চৌধুরী জামে মসজিদের সহ-সভাপতি মো. শাহেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সি আব্দুর রহমান চৌধুরী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শহিদুল আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড চন্দনাইশ পৌরসভা কাউন্সিলর মুহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আল- আজিজ তাহফিজুল কুরআন ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি মুহাম্মদ গোলাম কিবরিয়া।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তাজেদারে মদিনা সুন্নি ঐক্য পরিষদের চেয়ারম্যান তরুণ প্রজন্মের অহংকার হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের সিরাজী, নাতে রাসুল (সা:) পরিবেশন করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ৭ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক সায়ের মোহাম্মদ দিদারুল আলম কাদেরী।
মাহফিল পরিচালনায় দায়িত্বে ছিলেন মুন্সি আব্দুর রহমান চৌধুরী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল লতিফ। এতে আরও উপস্থিত ছিলেন মাহফিল পরিচালনা কমিটির মোহাম্মদ আমির খসরু টিটু, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ দিদার, মোহাম্মদ গফুর প্রমুখ ।