সোমবার, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

রাউজানে রথযাত্রা উদ্বোধনী অনুষ্ঠানে ফজলে করিম এমপি

‘ধর্মীয় উৎসব সকল মানুষের ভ্রাতৃত্বের বন্ধন’

এম কামাল উদ্দিন, রাউজান : রাউজানে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার পৌরসভার আট নম্বর ওয়ার্ডের রাউজান শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রম থেকে শুরু হয় এই রথযাত্রা।

এই রথযাত্রায় পাঁচ হাজার নারী-পুরুষ অংশ নিয়েছে। বর্ণাঢ্য সাজে দৃষ্টিনন্দন একটি বড় রথে জগন্নাথদেব, শুভদ্রা ও বলরামের প্রতিকৃতিসহ মঙ্গল প্রদীপ জ্বালিয়ে বের হয় শোভাযাত্রা।

সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথ দেবের এই রথযাত্রা অনুষ্ঠিত হয়।

রথযাত্রার উদ্বোধন করেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, পৌর প্যানেল মেয়র এডভোকেট সমীর দাশ গুপ্ত, কাউন্সিলর অ্যাডভোকেট দিলীপ চৌধুরী, বাসু দেব সিংহ, রাজিব সিংহ।

মন্দির কমিটির সভাপতি দিলীপ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে ও তপন দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেবাশ্রমের সাধারণ সম্পাদক টিপু কান্তি দে, সহসভাপতি কাজল বোস, উদযাপন পরিষদের আহবায়ক অশোক পালিত, সচিব ধীলন মুহুরী, সেবাশ্রমের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক প্রদীপ শীল, পৌর পূজা কমিটির উজ্জ্বল কান্তি দাশ, সেবাশ্রম কমিটির দিপলু দে দিপু,অনুপ চক্রবর্তী, সঞ্জিত মজুমদার, বিজন চৌধুরী, রণজিৎ শীল, সমীর শীল, বিজন চৌধুরী, ইমন সেন, বাসু পালিত, মিঠু চৌধুরী, প্রমথ দাশ, উজ্জ্বল দে বাসু দে প্রমূখ। পৌরহিত্যে করেন সেবাশ্রমের পূজারী সুবল গোস্বামী।

উল্লেখ্য, ৯ দিনব্যাপী এই রথযাত্রা উৎসব ১৫ জুলাই বিকাল ৩টায় উল্টো রথের শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *