সোমবার, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

থানচিতে দুই নিখোঁজ শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার

থানচি (বান্দরবান) প্রতিনিধি : বান্দরবানে থানচিতে তিন্দু ইউনিয়নের পদ্ম খাল সংলগ্ন চিংড়ি ঝিরি এলাকায় নৌকা ডুবে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ হওয়ার সাত দিন পর একজনের মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয় ও পুলিশ।

সোমবার দুপুরে থানচি বলিপাড়া ইউনিয়নের ক্রংক্ষ্যং পাড়া নিচে সাঙ্গু নদীর সংলগ্ন শিলাঝিড়ি মুখ এলাকায় অজ্ঞাত এক মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সুত্রে জানা গেছে, ক্রংক্ষ্যং পাড়া বাসিন্দা কয়েকজন মহিলা শিলাঝিড়ি মুখ এলাকায় শামুক ও মাছ ধরতে গেলে সেখানেই অজ্ঞাতপরিচয় মরদেহ পড়ে থাকতে দেখতে পায়। তারা তাৎক্ষণিকভাবে লোকজনের কাছে খবর দিলে পাড়াবাসীরা প্রথমে পুলিশের কাছে বিষয়টি অবগত করার হয়। এবং নিখোঁজ দুই স্কুল শিক্ষার্থী অভিভাবকদেরও খবর দেন। পরে স্থানীয় লোকজনের সহযোগীতায় পুলিশ বাহিনী মরদেহটি উদ্ধার করা হয়েছে।

আরো জানা যায়, উদ্ধারকৃত মরদেহ নিখোঁজ হওয়ার দুই শিক্ষার্থী মধ্যে গত ১ তারিখে নৌকা ডুবে সাঙ্গু নদীতে নিখোঁজ হওয়ার দুই স্কুল শিক্ষার্থীদের মধ্যে শান্তিরানী ত্রিপুরা (১১) লাশ বলে আত্মীয়-স্বজনরা চিহ্নিত করতে সক্ষম হয়েছে।

এ নিয়ে টিমং পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আগষ্টিন ত্রিপুরা বলেন, অজ্ঞাতপরিচয় মরদেহ সন্ধানে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি লাশটি গত ১ তারিখে নৌকা ডুবে সাঙ্গু নদীতে নিখোঁজ হওয়ার দুই স্কুল শিক্ষার্থীদের মধ্যে শান্তিরানী ত্রিপুরা (১১) লাশ। আমি নিশ্চিত করে বলতে পারি লাশটি শান্তিরানী ত্রিপুরা।

থানচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, অজ্ঞাতপরিচয় মরদেহ সন্ধানে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে তদন্ত দল পাঠানো হয়েছে। তবে সাঙ্গু নদীতে নৌকা ডুবি নিখোঁজ দুই স্কুল শিক্ষার্থীদের একজনের লাশ বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

উল্লেখ্য, গত ১ জুলাই পদ্ম খাল সংলগ্ন চিংড়ি ঝিড়ি এলাকায় নৌকা ডুবে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছিল। তাঁরা হলেন, ফুলবানী ত্রিপুরা (১০) তিন্দু ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হরিশচন্দ্র পাড়া নিলাপ্রু ত্রিপুরা’র মেয়ে। অপরজন মুতিজন ত্রিপুরার মেয়ে শান্ত্রিরানী ত্রিপুরা (১১)। তারা একই পাড়ার বাসিন্দা। ফুলবানী ত্রিপুরা টিমং পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। অপরজন শান্তিরানী ত্রিপুরা হানারাং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী ছিল।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *