বিশেষ প্রতিনিধি, সিরাজগঞ্জ: কোমর পানিতে নৌকা নিয়ে বানভাসি মানুষকে বিশুদ্ধ পানি ও খাবার পৌঁছে দিচ্ছে ‘স্বপ্ন নিয়ে পথ চলা’ নামক সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
পাইকপাড়া বন্যা উপদ্রুত এলাকায় দুর্ভোগে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে মানবিক স্বপ্ন নিয়ে পথচলা।
সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইক পাড়া কেআর ফ্যামেলি উল্লাপাড়া এর অর্থায়নে বিনামূল্যে শুকনো খাবার মুড়ি, চিড়া, খাবার স্যালাইন, গুড়, বিস্কুট সংগঠনের উদ্যোগে বিতরণ করা হয়। বিতরণ করা খাদ্যসামগ্রী চাহিদার তুলনায় তা খুব বেশি না হলেও মানবিক টিমের সদস্যরা তাদের সামর্থ্যের সর্বোচ্চটা দিয়েই মানুষকে সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সংগঠনটির প্রতিষ্ঠাতা এস এম বাহাদুর আলী বলেন, শুকনো খাবারের চাহিদা অনেক। বন্যার্তরা সাহায্যের অপেক্ষায়। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী কাজ করছি। তবে এরকম আরও অনেক টিম প্রয়োজন। তিনি তাদের কাজে যারা নানাভাবে সাহায্য সহযোগিতা করছেন, সমর্থন দিচ্ছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।