শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চলনবিলে ১ লাখ চারা বিতরণ করলেন পলকের স্ত্রী

কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) : ‘সবুজ শ্যামল সিংড়া, গড়ে তুলবো আমরা’ এই শ্লোগান নিয়ে নাটোরের সিংড়ায় বৃক্ষরোপণ উৎসবের মধ্য দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনে বিনামূল্যে ১ লাখ গাছের চারা বিতরণ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির স্ত্রী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও আলোকিত সমাজের সভাপতি আরিফা জেসমিন কনিকা।


বেসরকারী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আলোকিত সমাজের উদ্যোগে ও প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির পৃষ্ঠপোষকতায় সোমবার বেলা ১১ টায় উপজেলা সরকারী গোডাউন চত্বরে অনুষ্ঠিত হয় চলনবিল বৃক্ষরোপণ উৎসব।

মাসব্যাপী এ চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানের প্রথম দিনেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীও প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের মাঝে ৪০ হাজার গাছের চারা বিতরণ করেন তিনি। বিতরণকৃত চারা গাছের মধ্যে রয়েছে জলপাই,আমলকি,তেঁতুল,বহেরা,নিম, কৃষ্ণচূড়া, জারুল, বাতাবিলেবু, কড়ইসহ বিভিন্ ফলজ, বনজ ও ওষুধি গাছ।


এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রুহুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক আনিছুর রহমান লিখন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আলোকিত সমাজের কোষাধ্যক্ষ নাজমুল হক বকুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাসান ইমাম, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কাশফুল উলুম নেছারীয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মুফতি জাকারিয়া মাসউদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্তিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ