মঙ্গলবার, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

মোকামতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শাস্তির দাবি

মিনহাজ আলী, শিবগঞ্জ (বগুড়া) : বগুড়ার শিবগঞ্জের মোকামতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শাস্তি চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে মোকামতলা উচ্চ বিদ্যালয়ের সামনে “সচেতন এলাকাবাসী”র ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় বক্তারা বলেন, মোকামতলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডলের স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ব্যাংক একাউন্ট থেকে ৩১ লক্ষ ৬৫ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম। যার তথ্য প্রমাণ রয়েছে। এ বিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দেয়া হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত দাবি করছি। সেই সাথে বিদ্যালয়ের শিক্ষকদের মধ্য দলাদলি তৈরি করে শিক্ষার পরিবেশ নষ্ট করাসহ নানা অনিয়মে অভিযুক্ত এই প্রধান শিক্ষকের শাস্তি দাবি করছি।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মোকামতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম রেজা চৌধুরী (রাজা), মোকামতলা ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মারুফ মন্ডল, ৩ নম্বর ওয়ার্ডের
ইউপি সদস্য আল মামুন মন্ডল, ইমরান হাসান মানু, শাকিরুল ইসলাম, আবু তালহা, আব্দুল হান্নান, বুলু মিয়া, রতন মিয়া, শহিদুল ইসলাম, প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ